সজীব খান ঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের নবগত কমিটির সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি, সাধারন সম্পাদক সাদ্দাম খানকে সংবর্ধনা দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকাল ৩টায় আশিকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভুঁইয়ার সভাপতিত্বে সদর থানা সযুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালনক মোঃ সামছুজ্জামান, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, সদর থানা আওয়ামী লীগের সাংকৃতিক বিষয়ক সম্পাদক সুকমল কর রামু, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর সরকার, আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নাজিম উদ্দিন মোঃ জিলান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খান, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জাম সাজু খান, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম গাজী, মামুন মাল, মাহবুব গাজী, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মোঃ শাহবুদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রবিন, সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারন সম্পাদক নাছির গাজী, আশিকাটি ইউনয়িন ছাত্রলীগের সাধারন পিএম কামরুজ্জামান প্রমুখ। এ সময়, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ, শিক্ষকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।