রেদোয়ান খান রাজন
চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা ৯নং জহিরাবাদ ইউনিয়নে ১৫ বছরের ঐতিহ্যেবাহী খেলা ওয়াটার পোলো অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১.৩০ মিনিটে হাজার হাজার দর্শকদের উপস্থিতির মধ্যে দিয়ে মুসলিম একাদশ ও হিন্দু একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
মোঃ নজির আহম্মেদ মাস্টার এর উপস্থাপনায় ও আব্দুল সাত্তার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং জহিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, আলহাজ্ব দেলোয়ার হোসেন মল্লিক।
অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার ও নগর অর্থ তুলে দেন,
অনুষ্ঠানের প্রধান পৃষ্ট পোষক
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মুক্তার হোসেন গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন মল্লিক, আহবায়ক কমিটির সদস্য ও সভাপতি প্রাথী ৯ নং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ।
সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন ৯নং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃস্বপন মল্লিক, এবং ৯নং জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শিপন মল্লিক।
উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আনোয়ার হোসেন, তাওহীদুল ইসলাম, রিপন মল্লিক, মহিউদ্দিন, কে,এস, বাসহাক, সহ আরও অনেকে।
উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও সহযোগী রেফারি ছিলেন এনায়েত উল্লাহ ।
খেলায় অংশ গ্রহণ করেন মুসলিম একাদশ এর অধিনায়ক
রাসেল মল্লিক,
শহিদুলউল্লাহ মল্লিক, নিজাম উদ্দিন মল্লিক,মামুম আলী, মঞ্জু, মুজিবুর রহমান, শাকিল,মনির হোসেন,আল ইমরান, হোসেন, আরিফ হোসেন,রুহুল আমিন, রিপন।
ও হিন্দু একাদশের মধ্যে খেলায় অংশ গ্রহণ করেন – অধিনায়ক রতন,
সহ অধিনায়ক মনতুস,পাপন, রঞ্জন, মিঠুন, দিপক, রিপন,রঞ্জিত, জয় চক্র,সুজন চক্র,সাগর চক্র,জীবন চক্র, ও বিপ্লব চক্র ।
খেলার আয়োজক ছিলেন, রাসেল মল্লিক, রিপন চক্র, কালু বসাক, রিপন মল্লিক ।
পরে হিন্দু একাদশ দলকে ২.০ গোলে হারিয়ে বিজয়ী কাপ ছিনিয়ে নেন মুসলিম একাদশ দল।
পরে খেলা উপভোগ করতে আসা দর্শকের ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন
আয়োজক কমিটির নেতৃবৃন্দরা ।