বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস  সরকার প্রতি বছর ২০হাজার কোটি টাকারও বেশি তেল আমদানি করে থাকে —-মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল ইসলাম  চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক  আকাশ মন্ডল ইরফান ৭ দিনের রিমান্ডে চাঁদা না দেওয়ায় মতলব উত্তরে ব্যবসায়ীর উপর হামলা : থানায় মামলা ফেইজবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন, প্রতারকের ছুরিকাঘাতে ৩ যুবক আহত চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেয়াদ উত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি‘র গণমিছিল মুরাদনগরে ব্রিজ ভেঙে অটোচালক আহত। মতলব উত্তরে ১২টি ইটভাটায় পুড়ছে শিশুর ভবিষ্যৎ সৎসঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটি গঠন 

উন্মুক্ত বক্ষভাঁজ, ফের কটাক্ষের শিকার স্বস্তিকা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২০ বার পঠিত হয়েছে
বিনোদন ডেস্ক

ছেঁড়া জিন্সের শার্ট। মাঝে একটি বোতাম আটকানো। উন্মুক্ত শার্টের ভেতর দিয়ে প্রকাশ্যে কালো অন্তর্বাস। ততধিক স্পষ্ট বক্ষ বিভাজিকা। মাথার উপর দিয়ে ছড়িয়ে স্পট লাইটের আলো। বহু দিন পরে সোশ্যাল মিডিয়ায় এ ভাবেই সাহসী হয়ে ধরা দিলেন অভিএন্ত্রী স্বস্তিকা দত্ত!

তার খোলামেলা সৌন্দর্য মাত্র কয়েক ঘণ্টায় ফেসবুকের পারদ চড়িয়ে দিয়েছে হুড়মুড়িয়ে। যারা ছবির সৌন্দর্য বোঝেন, তারা প্রশংসা করেছেন অভিনেত্রীর। রক্ষণশীলদের চোখে যথারীতি বিঁধেছে এই ছবি এবং নায়িকা কটাক্ষের শিকার।

‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের ‘রাধিকা’ আপাতত ছোট পর্দা থেকে দূরে। একাধিক সিরিজে নানা ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। তালিকায় ‘আনন্দ আশ্রম’, ‘নগর বাউল’, ‘উত্তরণ’। যেহেতু তিনি নিয়মিত দেখা দিচ্ছেন না, তাই কিছু জনের ধারণা, ‘কাজ নেই। প্রচারও নেই তার। সে কারণেই খোলামেলা হয়ে হাজির হচ্ছেন সস্তার প্রচার কুড়োতে!’ কেউ কেউ স্পষ্ট ভাষায় তাকে জানিয়েছেন, এমনিই তো যথেষ্ট সুন্দর। এই সব ছবি না দিলেও হয়। কারও দাবি- ‘ভদ্র পোশাক নেই? কোথায় কী পোশাক পরতে হয় সেই জ্ঞানটুকুও বোধহয় স্বস্তিকা খুইয়েছেন!’

এত দিন নীরবে সব হজম করতেন তিনি। ইদানীং স্বস্তিকা বেশ বুঝেছেন, কিছু সময়ে মুখ না খুললে অকারণ কটাক্ষের বন্যায় তাকেই ডুবতে হবে। তাই বেশ কিছু কটাক্ষকারীকে তিনি জবাবও দিয়েছেন। লিখেছেন, ‘কোথায় বিকিনি বা সাঁতারের পোশাক পরতে হয় আর কোথায় ঢাকাই জামদানি, এটা ভাল বুঝি বলেই নিয়মিত কাজ করে চলেছি।’ তার পরেও কিন্তু রেহাই পাননি। কেউ লিখেছেন, অভিনেত্রী নাকি ‘বাংলার সেরা মুখ’-এর সম্মান পেয়েছেন! তবু বক্ষভাঁজ দেখিয়ে সৌন্দর্য প্রমাণ করতে হচ্ছে।’

স্বস্তিকার দাবি, এই ধরনের সমালোচনা তিনি আর পাত্তা দেন না। বুঝে গিয়েছেন, ভাল-র পাশাপাশি মন্দ কথাও থাকবে। তাঁকে এড়িয়ে যেতে হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com