ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলার কৃষি ব্যাংক সাচার শাখার সাবেক কর্মকর্তার বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। উপজেলার বিতারা ইউনিয়নের টেলী গ্রামে মৃত নুরুল ইসলাম ছেলে নজরুল ইসলামের গৃহে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনা ভোক্তভোগী ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে গতকাল রবিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,গত শনিবার মধ্যে রাতে অজ্ঞাত একদল চোর চক্র কৌশলে ঘরের দরজার ছিদ্র করে স্টীল আলমারী থেকে নগদ ২০ হাজার টাকা, ৬ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। ওই রাতে একই বাড়ীর উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদের ঘরে কৌশলে চোর প্রবেশ করে। এসময় গৃহের লোকজন টের পাওয়ায় চোর চক্র পালিয়ে যায়।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান,উপজেলার টেলী গ্রামে চুরির ঘটনায় ভোক্তভোগী অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।