আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিল্লাল হোসেন প্রধান। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় মধ্য দিয়ে তিনি সভাপতি নির্বাচিত করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় ম্যানেজিং কমিটির নির্বাচিত ও মনোনীত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিল্লাল হোসেন প্রধান নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শফিউল্লাহ পেয়েছেন ৪ ভোট। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র সরকার, অভিভাবক সদস্য ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন ।