মানিক দাস//
চাঁদপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ পাগলা ফারুক নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় এ অভিযান চালানো হয়। চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ দক্ষিন শিলন্দিয়া গ্রামের দিঘিরপাড় খান বাড়ির সামনে পাকা সড়ক হইতে আসামী সোহেল খান প্রকাশ পাগলা সোহেল(৩৬)কে।আটক সোহেলের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদের নির্দেশে উপ পরিদর্শক ইকবাল হোসেন ও সহকারী উপ পরিদর্শক শহীদুল সংঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শিলন্দিয়া গ্রামের দিঘিরপাড় খান বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সোহেলের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা১৯৯০ সালের মাদক দব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।উদ্দারকৃত ফেনসিডিলের অনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
উল্লেখ্য সোহেল খান প্রকাশ পাগলা সোহেল দীঘ্য দিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। গত কিছুদিন পূর্বে রেব ১১ অভিযান করে সোহেলের প্রচুর পরিমান ফ্যান্সিডিল আটক করেছিল।