স্টাফ রিপোর্টার//
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির থেকে চুরি হওয়া ফ্যান ও মূল্যবান তার ইউছুফ কামলা ও আকাশ মিয়া নামের ২ চোরকে গত মঙ্গলবার কমিউনিটি পুলিশ আটক করা ।
আটক চোরদের কাছে থেকে সেদিন ৮টি সিলিং ফ্যান ও বেশ কিছু মূল্যবান বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। এসব মূল্যবান জিনিস চুরি করে চোর চক্র বকুলতলা রেললাইনের পাশে মোল্লার ভাড়াটিয়া ভাঙ্গারি দোকানদার কানু দেবের কাছে বিক্রি করে দেয়। গতকাল রোববার পুরান বাজারে একটি বাসায় চুরির ঘটনায় অপ্রাপ্ত একচোরকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সিলভারের হাড়ি পাতিল কানু দেবের কাছে বিক্রি করছে বলে স্বিকার করে। পরে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক নুরুল আলম সঙ্গীয় সদস্যদের নিয়ে দুপুরে ওই দোকানে অভিযান চালিয়ে সিলভারের হাড়ি পাতিল ভাঙ্গা অবস্হায় উদ্ধার করে কানু দেবকে আটক করে।
আটক চোররা হলো- ৫নং কয়লা ঘাটের রেলওয়ে চাঁদপুর হাউজিংয়ের জায়গায় দখল করে ঘর নির্মান করে ভাড়া দেওয়া আবুল মিজির বাড়ির ভাড়াটিয়া মোঃ আলীর ছেলে ইউছুফ কামাল (২৭) ও আলমগীরের ছেলে আকাশ মিয়া(১৮)।
উল্লেখ্য, চোর চক্রের সদস্য ইউছুফ কামলা জানান, এর পূর্বে গত ৫/৬ দিন আগে সে এবং তার সাথে থাকা চোর সদস্য জিহাদসহ অন্যান্যরা শিল্পকলা একাডেমিতে ঢুকে ১০টি ফ্যান ও ২টি এসির পাইপের তামা চুরি করেছে। সে চুরি করা মালামাল শহরের বকুলতলা রেললাইনের পাশে মোল্লার ভাড়াটিয়া ভাঙ্গারি দোকানদার কানু দেবের কাছে ৩ হাজার টাকা বিক্রি করেছে। প্রতিপিচ ফ্যান ৩শ’ টাকা দরে বিক্রি করেছে। আটক চোর আকাশ জানান, প্রতিপিচ ফ্যান ৩শ’ টাকা ও প্রতিকেজি তার তারা ৭শ’ টাকা দরে ভাঙ্গারি দোকানদার কানুর কাছে বিক্রি করে থাকে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার আফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।সেই মামলায় ভাঙ্গারী দোকানি কানু দেবকে আটক দেখানো হবে। দুটি মামলায় ভাঙ্গারী দোকানি কানু দেবকে আটক করে আদালতে পাঠানো হবে।