বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী‌তে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরের মতলব উত্তরে নদীতে ভেসে উঠছে মরা মাছ

চাঁদপুর সদর উপজেলা পরিষদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান

  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ১০৯ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে সারাদেশের সকল উপজেলায় একযোগে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। ১১ জানুয়ারি এ কর্মসূচি পালিত হয়। চাঁদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগেও  এ কর্মসূচি পালিত হয়েছে। শহরে বিশাল বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেঙ্ থেকে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্টেডিয়াম রোড হয়ে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এর পরপরই সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপ্রধানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান।

উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী এমআর ইসলাম বাবু।

বিকেল থেকে একই স্থানে সাংস্কৃৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রাত ৮টা ৫৬ মিনিটের সময় আতশবাজি উৎসব করা হয়। দীর্ঘক্ষণ চলে এ আতশবাজি উৎসব।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com