মানিক দাস // চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ রিপন হাওলাদার (৩৩) নামের ১ জনকে আটক করেছে।
সোমবার বিকেলে চাঁদপুর বড় স্টেশন থেকে এস আই বিল্লাল হোসেন স্কুল ব্যাগে করে গাঁজা বহনকালে তাকে আটক করে।
আটক রিপন হাওলাদার মাদারীপুর সদর থানার কুকরাইল গ্রামের আলা হাওলাদারের ছেলে। সে পেশায় গাড়ীর হেলপারের কাজ করে।
পুলিশ জানায়, রিপন স্কুল ব্যাগে করে ৩ প্যাকেটে ৬ কেজি গাঁজা নিয়ে বড় স্টেশন থেকে নৌকায় করে পুরান বাজার যাওয়ার সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক রিপন হাওলাদার জানায়, গাঁজাগুলো মাদারীপুর পৌঁছে দিলে তাকে ৫ হাজার টাকা দেওয়া হবে।
এসআই মোঃ বিল্লাল হোসেন জানান, স্কুল ব্যাগ ভর্তি ৩ প্যাকেটে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।