ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ অফিস সভাকক্ষ্যে দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -০১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও পানি সম্পদ সম্পর্কিত সংসদীয় স্বায়ী কমিটির সভাপতি- রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-০২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দুবরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সকল সদস্য ও উপজেলার সভাপতি / সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী নৌকা মার্কার চেয়ারম্যানদের বিজয় নিয়ে আলোচনা করা এবং সামনে জাতিয় নির্বাচন আসছে সেখানে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সরকারের উন্নয়ন তুলে ধরে নিজ এলাকায় জনপ্রিয়তা নিশ্চিত করে আগামী নির্বাচনে নৌকা মার্কায় বিজয় নিশ্চিতে কাজ করতে বলেন।