মানিক দাস// চাঁদপুর শহরতলীর বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ঢালীর ঘাট এলাকায় বযাটারী চালিত অটো রিক্সার চাপায় এক শিশুর র্মামান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। জানযায়, মধ্যইচুলির রনি হোসেনের সাড়ে ৪ বছর বয়সী শিশু কণ্যা রুহি আক্তার খেলার ছলে দৌড়ে বাড়ির পাশে বড় রাস্তায় চলে আসে।এ সময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে আসা ব্যাটারী চালিত অটো রিক্সা নিয়ন্ত্রন হারিয়ে শিশু রুহিকে চাপা দেয়।তাতে রুহি মারাক্তক ভাবে আহত হয়।দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করে।