নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। পবিত্র রমজান মাসে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় জুয়ার সামগ্রী সহ ১০ জন জুয়াড়–কে গ্রেফতার করেছেন। রবিবার দিনগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের ঠসারমোড় কাতলমারীস্থ গ্রামের জনৈক আমিনুল ইসলামের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফুলবাড়ী উপজেলার দঃ সুজাপুর গ্রামের মুক্তারুল হক ও আলতাব হোসেন বারোকোনা গ্রামের সৈয়দ ফরহাদ হোসেন নবাবগঞ্জ উপজেলার তেপুকুরিয়া গ্রামের আঃ হালিম চান্দের ডাঙ্গা গ্রামের মাসুদ রকি চামুন্ডাই গ্রামের হেলাল উদ্দীন চামুন্ডাই( কামারের ডাঙ্গা) গ্রামের শাহাজুল ইসলাম কাতল মারী গ্রামের নুর আলম ও আঃ রউফ এবং তেলির ডাঙ্গা গ্রামের মো. বাবুল। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ২ হাজার ৬৩০ টাকা ও ২ বান্ডিল তাস উদ্ধার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।