নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ
দিনাজপুরের নবাবগঞ্জ প্রাণকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৬ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা এলজিইডির বাস্তবায়নে এক কোটি এক লাখ চৌত্রিশ হাজার টাকা ব্যায়ে এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
পরে উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সভাপতি আনিছুর রহমান মন্ডলের সভাপতিত্বে ও-ই বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সারওয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।