আলমাস হোসেন: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকা- দেখে বিএনপি জামায়াত এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনা সভা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কথা চিন্তা করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেন। এসময় বিএনপি জমায়াতের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।
আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজসহ আরো অনেকে।