রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুরে বীরগঞ্জ pপৌরসভার অভ্যন্তরে দিনাজপুরের বীরগঞ্জ ভুমি অফিস সংলগ্ন ১৪২০ দাগের ১৩ শতাংশ আবাসিক মুল্যবান জমির প্রকৃত মালিক দাবীদার মৃত নারায়ন সাহার ছেলে বৈদ্যনাথ সাহা। দাবীর স্বপক্ষে তার যাবতীয় দলিল পত্র, নামজারী, ডিসিআর এমনকি খাজনা পরিশোধের রশিদও রয়েছে। কিন্তু ঐ জমি অবৈধভাবে জবরদখল করছে হাসানুজ্জামান বাবুল মাষ্টার ও তার সহদর ভাইয়েরা। তাছাড়া ভূমিদস্যু চক্রটি বৈদ্যানাথ সাহার বাপ-চাচারও অনেক জমি গায়ের জোরে ভুয়া কাগজপত্র তৈরি করে জবরদখল করছে বলেও তার অভিযোগ।
প্রাথমিক পর্যায় বৈদ্যসাহা ১৩ শতাংশ জমি উদ্ধারের জন্য পৌরসভায় আবেদন করেন কিন্তু পৌর মেয়র পর পর ৪ বার পক্ষদ্বয়কে নোটিশের মাধ্যমে হাজির হতে বললে প্রতিপক্ষরা একবার হাজির হয়ে কোন কাগজ পত্র দেখাতে পরেন নাই। সময়ের আবেদন করেন, পরবর্তীতে কোন তোয়াক্কা করেন নাই। বৈদ্যসাহা একজন অত্যন্ত সহজ সরল মানুষ, বীরগঞ্জ দৈনিক বাজারে বাখালি দোকানদার হিসেবে এক নামে সবাই তাকে চিনে ও জানে। পৌরসভায় বিচার দেয়ার ভুমিদস্যুরা আরও ক্ষিপ্ত হয় এবং নানা প্রকার ভয়ভীতি দেখায়, তারা সবাই উচ্চ শিক্ষিত, পুলিশ ডিপার্টমেন্ট সহ প্রশাসনের উপর মহলে তাদের অনেক ক্ষমতাধর লোকজন আছে, তাই মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি উদ্ধারের খায়েশ মিটিয়ে দেয়া সহ নানান হুমকি ধামকি দেয়ায় আত্মরক্ষার জন্য আদালতে মামলা করেছেন বলেও জানান। তিনি বলেন আমি একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। পক্ষান্তরে হাসানুজ্জামান বাবুল মাষ্টার গং অত্যান্ত উশৃংখল অন্যের সম্পদগ্রাসী লোভী প্রকৃতির। তাদের ভয়ে আমি ও আমার পরিবার চরম চিন্তাগ্রস্ত। আমি মাননীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল মহোদয় সহ প্রশাসনের সহযোগিতা চাই।
�বৈদ্যনাথ সাহার খারিজ কেস নম্বর 1X/৬৪০/২০০২-০৩.
বৈদ্যনাথ আরও জানান জালিয়াত চক্র আমার জমিসহ আমাদের ওয়ারিশান সম্পত্তি ভুমি অফিসের তৎকালীন কতিপয় কর্মচারীদের যোগসাজসে খারিজ নং-1X/৫৭৬/১৯৭৬-৭৭
মুলে হাসানুজ্জামান বাবুল, হালিমুজ্জামান, হাবিবুর রহমান ও হায়দার আলী নামে ১৪২০ ও ১৪৩৫ দাগের সমুদয় জমি খারিজ করেছেন মর্মে বলে বেড়াচ্ছেন। এটি ডাহা মিথ্যা ও বানোয়াট কারন হায়দার আলীর জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় জম্ম তারিখ ১.১০.১৯৭৮ ইং প্রমান রয়েছে। বৈদ্যনাথে দাবী জম্মের আগেই কোন ব্যক্তির নামে জমির নামজারি প্রমান করে ওটি যোগসাজসি, বানোয়াট, মিথ্যা, ভুয়া।
এব্যপারে পৌর মেয়র মোশারফ হোসেন বাবুলের সাথে কথা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন আমি গত ৩০ নভেম্বর’২১ লিখিত ভাবে বিবাদির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা জানিয়ে দিয়েছি, যার সদয় অবগতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি বীরগঞ্জ দিনাজপুর কে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্ত হাসানুজ্জামান বাবুল মাষ্টারের সাথে যোগাযোগ করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ছবিতেঃ বৈদ্যনাথ সাহা তার জমির কাগজ পত্রসহ সকল তথ্য তুলে ধরা হল।