স্টাফ রিপোর্টার।। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদের স্মরণে চাঁদপুর শহীদ মিনারে পুষ্পঅর্পণ করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটি।২১ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি গাছতলা দরবার শরীফের পীরজাদা মাওলানা খাজা জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান চিশতী চাঁদপুরী,সহ-সভাপতি আব্দুর রশিদ খান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ খান,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক শাহআলম সরদার, শাহ আলম সরকার (স্বপন), লোকমান হোসেন খান, ফারুক দেওয়ান, মাস্টার দেলোয়ার হোসেন, মাসুদ হাওলাদার, সৈয়দ আহমেদ, জাকির হোসেন বেপারী, রকি, স্বপন সরকারসহ তরিকতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।