মতলব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের মেহারনে রবিবার রাত প্রায় ২ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানায় ভুক্তভোগীরা।
জানাযায়, মেহারন জগন্নাথ বাড়ির পাশে তারার বাড়ির জীবনদাস ও কার্তিক দাসের দুইটি বসতঘর একটি রান্নাঘর, একটি গরু ও তাদের ঘরে থাকা সব আসবাব -পত্র ঘরে রাখা ৩ লাখ টাকার মূল্য পরিমান জালসহ প্রায় আট লক্ষ টাকার ক্ষতির সম্তাবনা রযেছে বলে ধারনা করা হচ্ছে। তাদের তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।