সুমন আহমেদ :
কঠোর অভিযানের মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার এবং জেলে ধরপাকড়ের মধ্য দিয়ে গত রোববার ৩ নভেম্বর দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন। নিষিদ্ধ সময়ে মতলব উত্তর উপজেলায় মেঘনায় মাছ শিকারের অপরাধে ২২ দিনে প্রায় ৪২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ, মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছে মৎস্য বিভাগ।
এদিকে ২২ দিন অলস সময় কাটানোর পর ইলিশ ধরতে জাল-নৌকা নিয়ে ৪ নভেম্বর সকাল থেকেই নদীতে নেমে পড়েছে মতলব উত্তরের জেলেরা। নিষেধাজ্ঞার সময়ে জাল-নৌকা মেরামতের কাজটাও সেরে নিয়েছেন তারা। ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরার আশায় নদীতে নেমে পড়েছেন এসব জেলে। তবে এখন পর্যন্ত কাঙ্খিত ইলিশের দেখা মিলছে না জেলেদের জালে। যা ইলিশ পাচ্ছে তা করে ছোট এবং ডিমওয়ালা।
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ উপজেলায়র মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার পর্যন্ত অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স ১১২ টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে গ্রেফতার হন ৪২ জন জেলে।
তাদের মধ্যে ৪২ জন জেলেকে টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন এবং ১৮ জেলেকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। জব্দ করা হয় ১২শ কেজি ইলিশ, ৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল, এসব ঘটনায় মামলা হয় ১২টি এর মধ্যে পুলিশ আক্রান্ত মামলা হয়েছে ৩টি। নৌকা জব্দ করা হয়েছে ৬টি। জব্দ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মৎস্য আড়ৎ-এ পরিচালনা করা হয় অভিযান।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে এবছর আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছি। জনবল সংকট থাকার পরেও আমরা অভিযান সফল করতে প্রতিদিন মতলব উত্তর থানা পুলিশ, মোহনপুর ও বেলতলী নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সহযোগিতায় উপজেলার মেঘনা নদীতে দিন-রাত অভিযান চালিয়েছি। এবার অভিযান ভালোভাবে সম্পন্ন হয়েছে। আশা করি, আগামী দিনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। তালিকাভুক্ত জেলেদের সরকারিভাবে চাল সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য- গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশের নিরাপদ প্রজননের জন্য দেশের কয়েকটি অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। ৪ নভেম্বর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণে আবারও নদীতে নেমেছে জেলেরা।