আজ রবিবার ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১ ঘটিকায় মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখা বাসদ এর আহবায়ক জয়নাল আবেদীন মুকুল।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা কালীন সময়ে রিক্সা আটকিয়েছে, রিক্সা ভেঙ্গেছে, রিক্সা উল্টিয়ে শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, শ্রমিকদের ক্ষতিপূরণে শ্রমজীবী মানুষের জন্য কমপক্ষে ০১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান করতে হবে, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতে হবে, দৈনিক কমপক্ষে ১ লক্ষ টেস্ট করতে হবে, সর্বদলীয় কমিটি গঠন করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা শাখা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কালিপদ সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক শমসের আলী মোল্লা, শহর শাখার আহ্বায়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর মিজানুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক রোকনুজ্জামান শিশির, প্রমুখ।