বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
গণঅ‌ধিকার প‌রিষদের বি‌ক্ষোভ সমাবেশ ও স্মারক‌লি‌পি প্রদান চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড বিএন‌পির ২নং মহল্লা ক‌মি‌টির স‌ম্মেলন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে সাগর-রুনি হত্যা মামলা: র‍্যাব

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার পেরিয়ে গেলো ১০ বছর । এ মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার সময় পিছিয়েছে ৮৫ বার। তবে র‍্যাব বলছে তারা যখন মামলার তদন্ত করে তখন সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমেই তদন্ত করে থাকে। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত করছে বলেও জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে। এখন পর্যন্ত ১৬০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে র‍্যাব। তদন্ত নিয়ে খারাপ লাগার কিছু নেই।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বাদীপক্ষ মামলার তদন্তে র‍্যাবের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন কিনা এমন প্রশ্নের জবাবে র‍্যাব মুখপাত্র বলেন, আমরা এ মামলার তদন্তের অগ্রগতি প্রতিটি তারিখে আদালতকে অবহিত করছি। আমরা এখন পর্যন্ত এ ধরণের কোনো অভিযোগ বা বক্তব্য পাইনি।

তিনি আরও বলেন, আদালতও আমাদের কিছু বলেনি। এখানে তদন্ত নিয়ে খারাপ লাগার কিছু নেই। বাংলাদেশের কয়টি মামলায় আলামত পরীক্ষা করে আসামীকে সনাক্তের চেষ্টা করা হয়। আমরা কিন্তু সেটিই করছি। আমরা চাই এটি দ্রুত শেষ হোক। এবং নিরাপরাধ কেউ সাজা না পাক।

খন্দকার আল মঈন বলেন, আমাদের একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে নিরাপরাধ কোনো ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয়। র‍্যাব সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করছে।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা জানেন আমরা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ভার গ্রহণ করেছি দুই মাস পর। আমরা রিমান্ডে এনে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। সরকার এতোটাই গুরুত্ব দিয়েছে যে এই মামলার তথ্য-উপাত্ত প্রমাণের জন্য আলামত পরীক্ষা করতে দেশের বাইরে পাঠানো হয়েছে। আলামত পরীক্ষার প্রতিবেদন পেতে সময় লেগেছে। আমরা মাত্র কিছুদিন আগে পেয়েছি। তদন্ত চলমান।

সাগর-রুনি হত্যার ১০ বছর হয়ে যাচ্ছে, আর কতো দেরি হলে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, র‍্যাব এই মামলা তদন্ত করছে আদালতের নির্দেশে। আমরা সব দিক বিবেচনায় তদন্ত করছি।

এমন চাঞ্চল্যকর মামলার তদন্ত করার মতো সক্ষমতা কি তবে র‍্যাবের নেই? জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, র‍্যাব অনেক চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছে। র‍্যাব কখনো নিজে থেকে মামলার তদন্ত করে না। আদালত অনুমতি দিলেই কেবল তদন্ত করে। আমরা যে আজ একটি অভিযান পরিচালনা করেছি এটারও আলামত ও আসামী থানায় সোপর্দ করা হবে। সুতরাং নিয়মতান্ত্রিক উপায়েই র‍্যাব সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে। র‍্যাব যখনই তদন্ত করে নিরাপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয় সেদিকটায় খেয়াল রাখে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com