মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুর নাম- নাহিদুল ইসলাম (৫)। সে জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের নুর মিয়ার ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় পরিবারের অজান্তে বসতবাড়ি সংলগ্ন বৌলাই নদীর পানিতে ডুবে যায় শিশু নাহিদুল ইসলাম। অনেক খোঁজাখুজির পর রাত ৮টায় ওই শিশুর মৃতদেহ পানিতে ভেসে উঠে। পরে তাকে নদীর পানি থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।