মানিক দাস // হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী আরাধনায় ৫ ফেব্রুয়ারী শনিবার সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। ৪ ফেব্রুয়ারী শুক্রবার সরস্বতী পূজা অধিবাসের মাধ্যমে মন্ডপে মন্ডপে প্রতিমা স্হাপন করা হয়েছে। রাতে পূজার আয়োজকরা বিভিন্ন মন্দির থেকে প্রতিমা স্ব স্ব মন্ডপে সরস্বতী প্রতিমা স্হাপন করা হয়। এ বছর বিশ্বব্যাপী করোনা ও অমিওকন ভাইরাস বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের পূজা মন্ডপ গুলোতে জেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ন নির্দেশনা দেয়া হয়েছে।নির্দেশনার মধ্যে উল্যাখযোগ্য হলো পূজা মন্ডপে রাত ৯ টার পর কোনো দর্শনার্থি প্যান্ডেলে সমবেত হওয়া যাবে না। তাছাড়া পূজা প্যান্ডেলে হ্যান্ড সেনিটাইজার ও স্বাস্হ্য বিধি মেনে ভক্তরা বিচরন করতে হবে। ৫ ফেব্রুয়ারী শনিবার সরস্বতী পূজা উপলক্ষে সকাল ৮ টা থেকে ১০টার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে অঞ্জলী প্রদান করা হবে। তবে বৈড়ি আবাহওয়ার কারণে এ বছর সরস্বতী পূজার কিছিটা বিঘ্ন হতে পারে বলে বিভিন্ন সংঘের পূজার আয়োজক মনে করে। সরস্বতী পূজা হলো সনাতন ধর্মের মানুষের কাছে বিদ্যাদেবীর আরাধনার দেবী। তাই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সরস্বতী পূজা করে থাকেন।