বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী‌তে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা।

অবশেষে করোনা উপসর্গ নিয়ে মৃত গৃহবধূর দাফন সম্পন্ন করলো পুলিশ

  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২০
  • ৯৪ বার পঠিত হয়েছে

 মানিক দাস।। চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী গৃহবধূর দাফন পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। শনিবার ভোর রাতে জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারের সিএনজি স্ট্যান্ডের পাশে ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে দাফন করা হয়। তার জানাজায় হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জল এবং সাত পুলিশ সদস্যসহ মোট ১২ জন উপস্থিত ছিলেন। তবে মরদেহ দাফনে বাধা দানকারী ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর জেনারেল হাসপাতালে স্থাপিত আইসোলেশন ইউনিটে গৃহবধূ ফাতেমা বেগম মারা যান। তিনি স্বামী জাহাঙ্গীর হোসেনকে নিয়ে চাঁদপুর শহরের মাদরাসা সড়ক এলাকার ভাড়া করা একটি বাড়িতে বসবাস করতেন। চাঁদপুরে করোনা বিষয়ক ফোকালপার্সন, জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদৌলা রুবেল জানান, শুক্রবার রাত ৮টায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্টতে আক্রান্ত হওয়া এক নারী রোগীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন স্বজনরা। এর দেড় ঘণ্টার মধ্যে মারা যান ফাতেমা বেগম নামে ৪০ বছরের এই রোগী। ডা. রুবেল আরো জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে মৃতের দাফনের ব্যবস্থা করা হবে। তাছাড়া তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে করোনার কারণে মারা গেছেন কি না, তা নিশ্চিত হতে আজ শনিবার সেই নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। আরএমও আরো জানান, তার অধীনে এখনো আটজন করোনা পজিটিভ আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

যাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এদিকে, মৃতের মরদেহ দাফনে বাধা হয়ে দাঁড়ান তার এলাকার জনপ্রতিনিধিরা। খোঁজ নিয়ে জানা গেছে, গৃহবধূর স্বামী জাহাঙ্গীর হোসেন কর্মসূত্রে চাঁদপুর শহরে থাকলেও তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তবে তার শ্বশুরবাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে। কিন্তু তার স্ত্রী‘র অনাকাঙ্খিত এমন মৃত্যুর ঘটনার পর শ্বশুরবাড়িতে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়। এতে বাদ সাধেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাদী। এবং স্থানীয় ইউপি মেম্বার ইসমাইল হোসেন। তাদের এমন অমানবিক আচরণে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এই পরিস্থিতিতে মৃত ফাতেমা বেগমের মরদেহ কোথায় দাফন হবে- তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এসময় হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ, মরদেহ দাফনে সর্বাত্মক চেষ্টা চালান।

তবে বিষয়টি জেনে অবশেষে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জল এগিয়ে এলেন। গৃহবধূর মরদেহ সঙ্গে নিয়ে রাত আড়াইটায় সাতজন পুলিশ সদস্যসহ রাজারগাঁও-এ হাজির হন তিনি। মরদেহ দাফনের আগে জানাজার ব্যবস্থা করা হয়। সেখানে ইমামতি করেন, স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা মাওলানা জুবায়ের হোসেন। এতে অংশ পুলিশের সঙ্গে যোগ দেন পরিবারের সদস্যসহ আরো পাঁচজন। তবে এদের সঙ্গে ইউপি মেম্বার ইসমাইল হোসেনও ছিলেন। শুধু আসেননি চেয়ারম্যান আবদুল হাদী। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে দাফন সম্পন্ন করা হয়। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জল বলেন, এমন মানবিক দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা এগিয়ে যাবে-এটাই স্বাভাবিক। তিনি আক্ষেপ করে বলেন, যারা মরদেহ দাফনে বাধা দিয়েছেন তারা কোনো অবস্থায় সভ্য মানুষ হতে পারেন না।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com