মানিক দাস // “ক্লান্ত পথিক ফিরে এসো ” আগামী ৮ চৈত্র ২২ মার্চ শনিবার চাঁদপুর মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের বার্ষিক বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী পূজা।
তাছাড়া একই দিন শ্রী শ্রী শীতলা মায়ের পূজা ও শ্রী শ্রী শ্মশান কালিী পূজা অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল ৮ টায় গঙ্গা আহবান, সকাল সাড়ে ৯ টায় গুরু পূজা, সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর পূজা আরম্ভ। দুপুর সাড়ে ১২ টায় ভোগ আরাধনা কির্ত্তন। দুপঁর দেড়টায় হোম সমাপনে পুষ্পাঞ্জলীর ও প্রসাদ বিতরন। দুপুর ১২ টায় শ্রীশ্রী শীতলা মায়ের পূজা। রাত ১০ টায় শ্রীশ্রী শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল সনাতনীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক।