মানিক দাস //
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁদপুরের বাবুরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা আজম খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেলে বাবুরহাট বাজার ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ-নেওয়াজ খাঁন, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলনসহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ফারুক হোসেন।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।