বৃহস্পতিবার পবা উপজেলার মিনি হলরুমে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী জনগোষ্ঠীর মাঝে হাঁস ও হাঁসের খাবার এবং হাঁস মুরগির ঘর বিতরন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আয়েন উদ্দিন,মাননীয় সংসদ সদস্য -৫৪,রাজশাহী ০৩ পবা মোহনপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ইয়াসিন আলি,চেয়ারম্যান উপজেলা পরিষদ পবা রাজশাহী।উপস্থিত ছিলেন জুলফিকার মোঃ আখতার হোসেন,জেলা প্রানি সম্পদ কর্মকর্তা রাজশাহী।
উপস্থিত ছিলেন জনাব ডঃঅসীম কুমার দাস প্রকল্প পরিচালক,সংশ্লিষ্ট প্রকল্প, প্রানিসম্পদ অধিদপ্তর ঢাকা।এছাড়াও জনাবা মোসাঃ আরজিয়া বেগম,ভাইস চেয়ারম্যান (মহিলা)উপজেলা পরিষদ পবা,ও জনাব মোঃওয়াজেদ আলি খান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পবা,রাজশাহী। সমন্বয়কারী ডাঃ সুব্রত কুমার সরকার উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা পবা রাজশাহী।উক্ত অনুষ্ঠানে পবা উপজেলার সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর মোট (৩০০)টি পরিবারে হাঁস মুরগির খাবার ও ঘর উপকরন বিতরন করা হয়।ও আর্থসামাজিক উন্নয়ন মুলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।উক্ত সভার সভাপতিত্ব করেন জনাবাঃ লসমি চাকমা উপজেলা নির্বাহী অফিসার,পবা রাজশাহী।আয়োজনে উপজেলা প্রসাসন ও উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাঁসপাতাল, পবা,রাজশাহী।**** ছোটন সরদার রাজশাহী।