সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় আগাম আমন ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। অল্প কিছুদিনের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে। যদিও এরই মধ্যে কোন কোন এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে। এ বছর আগাম জাতের আমন ধানের ফলন ভালো হয়েছে। ফলে কৃষকদের মনে আনন্দ বিরাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন হয়েছে।
মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ৮ হাজার ৪৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আমন চাষ করা হয়েছে। এ উপজেলার শতকরা প্রায় ৭৫ ভাগ জনসাধারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পূরণে চেষ্টা করে। এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে আমন ধান। আমন চারা রোপণের সময় বন্যা পরিস্থিতি দেখা দিলেও তেমনটা প্রভাব পড়েনি।
ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের কৃষক মো. খোকন সরকার, জসিমউদদীন, হানিফ শিকদার জানান, এই বছর ধানের রোগবালাই খুবই কম। ফলন আশার চেয়ে বেশি হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাসের শেষ দিকে আমন ধান কাটা হয়। তবে ইদুর ও চড়ুই পাখির আক্রমনে কিছুটা আমন ধান নষ্ট হয়েছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছি।
জোরখালী গ্রামের কৃষক গোলাম মোস্তফা বেপারী, সালাউদ্দিন জানান, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সমপযোগী পরামর্শ দেওয়ায় প্রতি বছর আশানরূপ ফসলাদি উৎপাদন হচ্ছে। এতে কৃষকদের মুখে ফুটে উঠে হাসি।
মতলব উত্তর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, আমন মৌসুমে কম সময়ে অধিক ফলন হয় এমন জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য কাজ করছি। নতুন জাতগুলোর প্রদর্শনী দেওয়া হয়েছে। ফলনও ভালো হয়েছে।
তিনি আরো বলেন, জমিতে বোরো চাষের আগে আলু-সরিষাসহ রবিশস্য উৎপাদন করতে পারবে। তাছাড়া কিছুদিনের মধ্যে আমন ধান পুরোদমে কাটা শুরু হবে। আমন ধান ও অন্যান্য ফসল চাষাবাদে কৃষকদের প্রদর্শনী ও বিনামূল্যে সার বীজ বিতরন করা হয়েছে বলেও জানান তিনি।