স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের মুত শেকান্তর গাজীর ছেলে মোঃ অলিউল্লাহ গাজী (৭০) এর পত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্য আবাদি জমির ফসলের উপর হালচাষ করার অভিযোগ পাওয়া গেছে। ১ নভেম্বর একক ভাবে ওয়ারিশের সম্পত্তি দাবি করে দখলে নেওয়ার পায়তারা করছেন ওয়ারিশ দাবিদার আশিকাটির সেনগাঁওয়ের মৃত হোজনী বেগমের ছেলে বাসু মিজি (৫০), জাকির মিজি (৪২), কাউছার মিজি(৩৮, মৃত নুরি বেগমের ছেলে ইব্রাহীম প্রধানীয়া(৬২), দেলোয়ার প্রধানীয়া (৪৫) সাং বাহের খলিশাডুলি, মৈশাদী ইউনিয়ন চাঁদপুর সদর।
জানা যায়, আলিউল্ল্যাহ গাগী এবং সফিউল্ল্যাহ গাজী, তাদের দুই বোন মৃত হোজনী বেগম , মৃত নুরি বেগম, তাদের ওয়ারিশগন জোরপূর্বক বার বার একই দাগে, একটি মূল্যবান জমি দখল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। একাধিকবার তারা শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া মৌজায় ৩০ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে একাধিকার দেনদরবার হয়েছে বলে ভুক্তভোগী অলিউল্ল্যাহ পরিবার জানিয়েছেন। প্রতি বছরের মত এ বছরও এ সম্পত্তিতে তারা সাক সবজি চাষ করা হলে তিন তিন বার ফসল নষ্ট করে এর উপর ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে ফেলে প্রতিপক্ষরা।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও তারা কোনো ভ্রূক্ষেপ না করে জমি জবর দখলের চেষ্টা চালায়।
ওয়ারিশসূত্রে জমি দাবিদার অলিউল্ল্যাহ পরিবারকে তাদের চাষীজমিতে উচ্ছেদ করতে ফসল নষ্টসহ ভয়ভীতি দেখাচ্ছেন তারা। অলিউল্ল্যাহ পরিবার ওয়ারিশ দিতে রাজি থাকা সত্ত্বেও তারা শাহমাহমুদপুরের আলুমুড়ার ৩০ শতাংশ জমি একক ভাবে নিতে মরিয়া হয়ে উঠে বার বার ফসলী জমি নষ্ট করছে। জমিতে চলতি বছরের বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে লাল সাক বুনেছিলেন ভুক্তভোগী চাষিরা। কিন্তু ফসল ঘরে তোলার আগেই স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে ওই জমি দখল নেওয়ার জন্য ফসল নষ্ট করা হয়েছে । জমির ফসল হারিয়ে এখন দিশেহারা অলিউল্ল্যাহ পরিবার।
ভুক্তভোগীদের অভিযোগ, এ সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তির হিসেবে জমির মালিক হন তারা। সর্বশেষ হালনাগাদ খাজনাও দিয়েছেন তারা। এরপরেও, গত কয়েক বছর ধরে তাদের সম্পত্তি দাবি করে জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠেন ওয়ারিশদাবিদারগন। জমির বৈধ কাগজ পত্র অনুযায়ী মালিক ও তারা। ভ্ক্তুভোগীরা একটু নিরিহ হওয়ার কারনে বার বার জোর খাটাচ্ছে তারা। এ হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য বার বার তারা সমাজ প্রতিদের ধারস্থ হয়ে এখনও সমাধান পায়নি তারা। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি।