নিজস্ব সংবাদদাতা :
অরাজনৈতিক সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডশনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে, ২জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল হিলাল ফাউন্ডেশন ও রহিমা মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল।
এ সময় তিনি বলেন, আজকে যারা শিক্ষা উপকণ নিচ্ছ, তারা শুধু ভাল ছাত্র হলে চলবেনা, ভাল মানুষ হতে হবে, ভাল মানুষ হয়ে দেশ ও জনগনের সেবা করতে হবে। তোমারা যারা আজকে শিক্ষা উপকরণ নিচ্ছ, তাদের মধ্যে যদি আগামী বছর প্রতিযোগীতা করে মেধা তালিকায় যে প্রথম হবে, তার জন্য আগামীতে বিশেষ সম্মানা প্রদান করা হবে। সংগঠনের মধ্যেমে ইউনিয়নের প্রতিটি স্কুল থেকে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অতিদ্রুতই করা হবে।
তিনি বলেন, আল হিলাল ফাউন্ডেশনের মাধ্যমে আপনারাও সদস্য হবে সেবা মূলক কাজে এগিয়ে আসতে পারেন। আমরা ইতিমধ্যে সংগঠনের মাধ্যমে দুই বার ফ্রি মেডিকেল ও ঔষুধ বিতরণ করেছি। ইউনিয়নের অসহায় দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেছি। এখন শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য শিক্ষা উপকরণ দিচ্ছি, আমাদের একটাই উদ্দ্যেশ্য তা হচ্ছে শুধু মানুষের সেবা করা, এর জন্য শুধু আপনারা আমাকে ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে গত কয়েকমাস পূর্বে আমার মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন। এরপর ও সংগঠনের মাধ্যমে আমাদের আরো অনেক কিছু করার ইচ্ছে রয়েছে, আপনারা শুধু আমাদের দোয়া করবেন।
আল হিলাল ফাউন্ডশের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান (সাদ্দাম) সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, বিএনপি নেতা
সিরাজুল ইসলাম, দক্ষিন আশিকাটি শহিদ মোঃ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার, মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লৎফা বেগম, হাপানীয়ায় রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ, সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আক্তার, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা বেগম, পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে আল হিলাল ফাউন্ডশের প্রধান পৃষ্ঠপোষকের সহধর্মিনী ফয়েজুন নেছা মুক্তা, সংগঠনের সদস্য মামুন খান, নাজির পালোয়ান, হাবিব মাল, আহাদ গাজী, ফরহাদ পালোয়ান, বাপ্পী সরকার, শাহদাত মোল্লা, সাব্বির হোসেন জয়, রাব্বি গাজী, রাইসুল গাজী, রাকিব বেপারী, রাতুল শীল, ফয়েজুল্ল্যাহ পালোয়ান, জারিফ আবরার, সবুজ মাল, শাহজান তালুকদার, আলমগীর মাল,স্বপন তপাদার।