আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই নির্বাচনে আমরা সবাই নৌকাকে বিজয়ী করার জন্য একসঙ্গে কাজ করবো। প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী এটাই চান যে, আওয়ামী লীগের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই একসঙ্গে এক কাতারে বসে কাজ করবে। আজকে আমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এখানে সবাই উপস্থিত হয়েছেন এটা খুব আনন্দের ব্যাপার।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, আমরা আশা করি এই আশুলিয়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত থাকবে। মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তি এখানে দাঁড়াতে পারবে না। ২০৩১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রীর সোনার বাংলাদেশ গড়ার জন্য সফলভাবে কাজ করে যেতে পারব।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান পিপিএম, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী, আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক মুন্সী, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবরসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।