আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ওবায়দুর রহমান (৪২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওবায়দুর রহমান ঢাকার বনানী থানার জি পি গ-১২২ স্কুল রোড এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার আশুলিয়া থানার নিরিবিলি এলাকার বাসিন্দা।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওবায়দুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।