আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুল ও দোকানসহ একটি শ্রমিক কলোনির বেশ কয়েকটি কক্ষের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আশুলিয়ার জিরানী কলতাসুতি মাজার রোড বটতলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
আগুনে ক্ষতিগ্রস্ত বকসি আদর্শ পাবলিক স্কুলের পরিচালক জহিরুল ইসলাম বকসি জানান, রাত সাড়ে ১০ টার দিকে স্কুলের পাশেই শাহাবুদ্দিন মাষ্টারের মালিকানাধীন সিএনজি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তেই আগুন গ্যারেজের পাশের টিনসেডের শ্রমিক কলোনী, দোকানপাট ও তার স্কুলে ছড়িয়ে পড়ে। আগুনে তার স্কুলের ৮ টি কক্ষেদ সহ কক্ষে ১৫ টি কম্পিউটার, পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, বইপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
এ সময় তার স্কুলের সাথে থাকা একটি হোটেল, ইলেকট্রনিক ও ফার্নিচারের দোকান এবং মুদি দোকানের সব কিছু পুরে যায় বলেও তিনি জানান।
ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনীর মালিক শাহাবুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম জানান, তাদের ১৬টি টিনসেডসহ ১টি সেমি পাকা কক্ষ পুড়ে গেছে। সেই সাথে ভাড়াটিয়াদের কক্ষে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও টাকাসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক তাদের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলা যাবে।