মানিক দাস // চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়েছে।
গত ১৬ ও ১৭ মার্চ রোববার ও সোমবার নদীর অপর পার এবং দোকান ঘর এলাকায় ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরন করা হয়।
এই ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ২ হাজার ১ শত ৫৬ জন। বরাদ্দ পাওয়া গেছে ২ হাজার ৩২ জনের। ১ শত ২৪ জন জেলের চাউল কম বরাদ্দ আসায় ৭০ কেজি হারে প্রত্যেক জেলের মাঝে চাউল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রশাসক উপ জেলা কৃষি কর্মকর্তা তপন রায়, প্রশাসক ( সচিব)আনোয়ার হোসেন টিটু, ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি ট্যাগ অফিসার জাহিদুল ইসলাম, ইউপি সদস্য সেলিম বেপারী, সিরাজ দিদার, সফিক আখন্দ।