গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রথম (১ম সংশোধনী) এর আওতায় ০১ মার্চ হতে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। গত ২১ ফ্রেরুয়ারী জহিরাবাদ ইউনিয়নের চর উমেদে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর, বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার ফজলুল হক, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিল্লোল চাকমা, ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন সরকার, গন্যমান্য ব্যাক্তি সামাদ মৃধা প্রমূখ।