চাঁদপুর, ১৭ জানুয়ারি ২০২৫ (শুক্রবার):
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ছাত্র সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চাাঁদপর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুহাম্মদ সাইফ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল ও চাঁদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব সবার অংশগ্রহণে হয়েছে। কেউ এককভাবে দাবী করতে পারবে না। তিনি আরো বলেন, “ইসলামী শিক্ষার চেতনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনই ছাত্র মজলিসের লক্ষ্য। ৩৫ বছরের পথচলায় সংগঠনটি এই লক্ষ্য পূরণে অসাধারণ ভূমিকা পালন করেছে।”
প্রধান বক্তা জাকারিয়া হোসাইন জাকির, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক, বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক বিকাশে ছাত্র মজলিস সবসময় অগ্রগামী ভূমিকা পালন করছে। আমাদের তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শুধু একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে না, সমাজকেও আলোর পথে এগিয়ে নিয়ে যায়।”
জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মাও. হাবিবুর রহমান বলেন, “নতুন প্রজন্মকে দেশ, ধর্ম ও নৈতিকতার প্রতি দায়বদ্ধ হতে হবে। ইসলামী আন্দোলনকে গতিশীল করার জন্য ছাত্র মজলিসের প্রতিটি সদস্যকে একাগ্রচিত্তে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের সঞ্চালক ও জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম তার বক্তব্যে বলেন, “সংগঠনের ৩৫ বছরের পথচলায় আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, তবে সবসময় লক্ষ্য ছিল ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনগুলোতে আরও অগ্রসর হতে চাই।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি ফারুক মুহাম্মদ নোয়াইম, এসএম সুলতান আহমদ, ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, শহর সভাপতি জহিরুল ইসলাম, এবং জেলা বাইতুলমাল সম্পাদক আশেকে ইলাহি।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি সকলের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে দেয় এবং ইসলামী শিক্ষার বার্তা বহন করে।