বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মেঘনার নৌ-ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন মতলব উত্তরের পাচঁআনি উবি’র বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত ষোলঘর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায় চাঁদপুর সরকা‌রি ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতায হাইমচরে অটোচাপায় শিশুর মৃত্যু শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী‌তে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরের মতলব উত্তরে নদীতে ভেসে উঠছে মরা মাছ

ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তরে ১৫বছরের ঐতিহ্যবাহী খেলা ওয়াটার পোলো ( ফুটবল) খেলা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ১৫২ বার পঠিত হয়েছে
রেদোয়ান খান রাজন 
চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা  ৯নং জহিরাবাদ ইউনিয়নে  ১৫ বছরের ঐতিহ্যেবাহী  খেলা ওয়াটার পোলো অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল  সকাল ১১.৩০ মিনিটে হাজার হাজার দর্শকদের উপস্থিতির মধ্যে দিয়ে মুসলিম একাদশ ও হিন্দু একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
মোঃ নজির আহম্মেদ মাস্টার এর উপস্থাপনায় ও আব্দুল সাত্তার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং জহিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক,    আলহাজ্ব দেলোয়ার হোসেন মল্লিক।
অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার ও নগর অর্থ তুলে দেন,
অনুষ্ঠানের প্রধান পৃষ্ট পোষক
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মুক্তার হোসেন গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাখাওয়াত হোসেন মল্লিক, আহবায়ক কমিটির সদস্য ও সভাপতি প্রাথী ৯ নং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ।
সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন ৯নং জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি       মোঃস্বপন মল্লিক, এবং ৯নং জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ শিপন মল্লিক।
উপস্থিত ছিলেন  আয়োজক কমিটির  আনোয়ার হোসেন, তাওহীদুল ইসলাম, রিপন মল্লিক, মহিউদ্দিন, কে,এস, বাসহাক, সহ আরও অনেকে।
উক্ত খেলায়  রেফারির দায়িত্ব পালন করেন  বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও সহযোগী রেফারি ছিলেন এনায়েত উল্লাহ ।
 খেলায় অংশ গ্রহণ করেন মুসলিম একাদশ এর অধিনায়ক
রাসেল মল্লিক,
শহিদুলউল্লাহ মল্লিক, নিজাম উদ্দিন মল্লিক,মামুম আলী, মঞ্জু, মুজিবুর রহমান, শাকিল,মনির হোসেন,আল ইমরান, হোসেন, আরিফ হোসেন,রুহুল আমিন, রিপন।
ও হিন্দু একাদশের মধ্যে খেলায় অংশ গ্রহণ করেন – অধিনায়ক রতন,
 সহ অধিনায়ক মনতুস,পাপন, রঞ্জন, মিঠুন, দিপক, রিপন,রঞ্জিত, জয় চক্র,সুজন চক্র,সাগর চক্র,জীবন চক্র, ও বিপ্লব চক্র ।
খেলার আয়োজক ছিলেন, রাসেল মল্লিক, রিপন চক্র, কালু বসাক, রিপন মল্লিক ।
পরে হিন্দু একাদশ দলকে ২.০ গোলে হারিয়ে বিজয়ী কাপ ছিনিয়ে নেন মুসলিম একাদশ দল।
পরে খেলা উপভোগ করতে আসা দর্শকের ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে তাদের  দীর্ঘায়ু কামনা করেন
আয়োজক কমিটির নেতৃবৃন্দরা ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com