সজীব খান ঃ
ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০১৯-২০ এর অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার মাসব্যাপী সাঁতার প্রতিযোগীতায় প্রশিক্ষনার্থীদের মাঝে সমাপনী ও সনদ বিতরন করা হয়েছে। শনিবার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সমাজ সেবক মফিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারেকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর্জা মোঃ শহিদুল ইসলাম, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন জাকির পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন পলাশ পাটওয়ার, ছাত্রলীগ নেতা আলী হোসেন প্রমুখ।