১৯ জানুয়ারি রোববার দুপুরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের জলাতঙ্কের ভ্যাকসিনের ইনচার্জ মোঃ সাদেকুর রহমান হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানের কাছে এ প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদন সূত্রে জানা যায় ২০২৪ সালের ১ জানুয়ারী থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত এ হাসপাতালে জলাতন্কের ভ্যাকসিন দেয়া হয়েছে ১০ হাজার ৪ শ ৮৮জনকে। বিশেষ করে কুকুরের কামড়ে আহত রোগীর চেয়ে বিড়াল আর অন্যান্য প্রাণীর কামড়ে আহত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। ১০ হাজার ৪ শ ৮৮জন রোগীর মধ্যে মাত্র ৮ জন পুরুষ রোগী বেশি।
২০২৪ সালের ১ জানুয়ারী থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের জলাতঙ্ক ভ্যাকসিন বিভাগে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ হাজার ৪৮৮জনকে ভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে। তারমধ্যে কুকুরে কামড়ে আক্রান্ত ২ হাজার ৫৯১ জন। বিড়াল ও অন্যান্য প্রাণীর আক্রমণ আক্রান্ত ৭হাজার ৮ ৯৭ জন। এর মধ্যে পুরুষ রোগের সংখ্যা ৫ হাজার ২৪৮ জন ও তরুণী ও মহিলা রোগীর সংখ্যা ৫ হাজার ২৪০ জন।
২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের জলাতঙ্কের ভ্যাকসিনের ইনচার্জ মোঃ সাদেকুর রহমান জানান, বাড়িতে নারী ও তরুণীরা হাঁস মুরগি এবং গবাদি পশু পালন বাদ রেখে তারা বিড়ালকে নিজের সন্তানের চেয়েও বেশি লালন পালন করেন। আর এসব বিড়ালের মুখের আঁচড় ও কামড়ে আক্রান্ত হয়ে আমাদের কাছে এসে জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করছে। আমরা বিড়ালের নখের ও কামড়ে আক্রান্ত রোগীদের কে বিড়াল না পালনের পরামর্শ দিলে ও তা মানছে না। আর বিড়ালকে যদি বাড়িতে লালন-পালন করতে হয় তাহলে তাকে পশু হাসপাতালে গিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। প্রায় সময় দেখা যায় তরুণী ও নারীরা বিড়ালকে এমনটাই যত্নবান করেন নিজের পোশাক দিয়ে পর্যন্ত ঢেকে কোলে তুলে চলাফেরা করে। যা নিজের সন্তানের প্রতি এতটা যত্ন নেন না।