নিজস্ব প্রতিবেদক।।
বি আই ডব্লিউ টি এ, চাঁদপুর নদী বন্দরের কার্যক্রম পরিচালনায় বন্দর কর্মকর্তা মুহাম্মদ বাছির আলি খান ও জেলা প্রশাসক মুহাম্মদ মোহসিন উদ্দিন বন্দর এলাকায় সরেজমিন পরিদর্শন করেছেন।।
তিনি ঈদ উল ফিতর উপলক্ষে সম্মানিত যাত্রী সাধারণের গন্তব্যের উদ্দেশ্যে চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে বন্দর কর্মকর্তাকে সহযোগিতা করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক বন্দর কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন
এবং সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় কোন সমস্যা নেই কিন্তু সি এন জি ভাড়া বৃদ্ধির বিষয়টি শুনে তাৎক্ষণিক নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলে আস্বস্ত করেন। চাঁদপুর নদী বন্দর আধুনিকায়নের কাজ চলমান থাকায় কিছু কিছু সংকটের আবির্ভাব ঘটা মাত্রই তার সমাধানে বন্দর কর্মকর্তা সর্বদা সচেষ্ট ও সজাগ দৃষ্টি রাখছে ও যে কোন ধরনের অসুবিধা হয় তাহলে তাকে সরাসরি ফোন কল দিয়ে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং সকলের নিকট সহযোগিতার জন্য আহ্বান করেছেন। পরিশেষে সম্মানিত সকলের প্রতি ঈদ মোবারক জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।