আলমাস হোসেন: করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।
গতকাল শনিবার দুপুরে সাভার উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা রোধে সরকার সকল পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছে ও জেলা উপজেলায় কোয়ারেনটাইন স্থাপন করা হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষের অনুষ্ঠানে কাটছাট করা হয়েছে এবং কোথাও যেন জনসমাগম না হয় সেজন্য অনেক অনুষ্ঠান বাতিল করা হবে।
মতবিনিময় সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুম্মন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খাঁনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।