মানিক দাস ॥ চাঁদপুরের কৃতি সন্তান ও কলকাতার সাংবাদিক সমাজসেবিকা ও লেখিকা দোয়েল দত্তের টেস্টটিউব বেবী উদ্ভাবক বিস্মৃতপ্রায় ডাঃ সুভাস মুখোপাধ্যায় ও কালাজ্বরের প্রতিষেধকের ¯্রষ্টা ডা. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী শিরোনামে পুস্তকের মোড়ক উন্মোচন ও চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সভাকক্ষে তা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলকাতার আনন্দ বাজার, সকাল বেলা পত্রিকার সাংবাদিক ও ‘যুগশঙ্খ পত্রিকার ফিচার ডেপুটি এডিটর দোয়েল দত্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ১৯৭৮ সালের ৩ অক্টোবর সকাল ১১টা ৪৪ মিনিটে কলকাতার বেলভিউ ক্লিনিকে ডা. সুভাষ মুখোপাধ্যায় প্রথম টেস্টটিউব বেবীর জন্ম দেন। ওই বেবিটির নাম রাখা হয়েছিল দূর্গা। ডা. মুখোপাধ্যায়র সহযোগি ছিলেন গাইনোক্লোজিস্ট প্রফেসর ডা. সরোজকান্তি ভট্টাচার্য্য।
ডা. সুভাষ মুখোপাধ্যায় ৪০ বছর আগে যার হাতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল ভারতের প্রথম নবজাতকের। তার সাথে তৎকালীন সরকারের বিদ্রুপ ডিগ্রিধারী নামকরা চিকিৎসকদের ঈষার্ন্বিত মনোভাব, সরকারি তরফের চূড়ান্ত অসম্মান এবং অবশেষে ডা. সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেন। এমনিভাবে কালাজ্বরের প্রতিষেদক ¯্রস্টা ডা. উপেন্দ্র নাথ ব্রহ্মচারীর উপরেই এই গ্রন্থটি রচনা। লেখক দোয়েল দত্ত কলকাতার লেডী রেব্রোর্ন কলেজ থেকে , কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি মডার্ন হিস্ট্রিতে গ্রহণ করেন।
তিনি দীর্ঘ ১৩ বছর কলকাতার প্রসিদ্ধ সংবাদপত্র আনন্দ বাজার ও সকাল বেলা পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি যুগশঙ্খ পত্রিকার ফিচার ডেপুটি এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, চাঁদপুরে আমার পিতৃ ভূমিতে এসে বইটির মোড়ক উন্মোচন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ আমাকে যেভাবে বরণ করে নিয়েছে আমি সেইজন্য চাঁদপুরের সকল সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ থাকব।
এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, বি.এম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস্ উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সোহেল রুশদী প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংভাদিক এ.এইচ এম আহসান উল্লাহ, ফারুক আহমেদ, আলম পলাশ, রিয়াজ ফেরদৌস, এ.কে আজাদ, খোকন কর্মকার, মোর্শেদ আলম, শেখ আল মামুন, এম.আর ইসলাম বাবু সহ আরও অনেকে।