সজীব খান ঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরিক্ষার্থীদের সাথে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শাহাদাৎ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ নূরে আলম পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারেকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মীর্জা মোঃ শহিদুল ইসলাম, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন জাকির পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল রহিম খান, আব্দুল মান্নান, মোঃ জাহাঙ্গীর আলম, নাছরিন আক্তার, মোঃ আবুল বাশার খান, রুমা আক্তার, মোঃ ওমর ফারুক, মলি ভৌমিক, প্রভাষক মোঃ আবু বকর প্রধানীয়া, মোঃ আরিফুর রহমান, মোঃ ওমর সালেহ, সহকারী শিক্ষক বলাই চন্দ্র মজুমদার, সহকারী গন্থাগারিক লিপি রানী, অফিস সহায়ক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আলী হোসেন প্রমুখ।