জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা, সাপাহার উপজেলার সাধারণ সম্পাদক ক্ষুদিরাম এক্কা গত ০৪/১২/২০২৪ বুধবার বারোটায়, রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা ও সকল নেতাকর্মীগন শোকাহত হন ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।৫/১২/২০২৪ বৃহস্পতিবার দুপুর একটায় শেষ কৃতকার্য নিজ গ্রাম জিনারপুরে সম্পন্ন হয়। অন্তিম যাত্রায় তার সমাধিস্থলে সংগঠনের কেন্দ্রীয় পুষ্পডালায় শ্রদ্ধান্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।শেষ বিদায় ও শ্রদ্ধান্জলি নিবেদনে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস,কেন্দ্রীয় কোষাধক্ষ্য সুধীর তির্কী রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য ছোটন সরদার, নওগাঁ জেলার আহ্বায়ক আমিন কুজুর,যুগ্ম আহ্বায়ক রুপচাঁন লাকড়া, মহাদেবপুর সভাপতি অলোক উরাও সাধারণ সম্পাদক নয়ন পাহান, সাংস্কৃতিক সম্পাদক মিলন লাকড়া, পত্নিতলা সভাপতি সুবোধ উরাও, সাধারণ সম্পাদক বাসুদেব তিগ্গ্যাসহ অন্যান্য জেলা উপজেলার নেতৃবিন্দসহ আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন উপস্থিত ছিলেন। প্রয়াত ক্ষুূদিরাম এক্কা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রামে ন্যায় ও বিশস্ততার সহিত দায়িত্ব পালন করেন।