নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বাসায় নেয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, হাসপাতাল অডিটোরিয়ামে সন্ধ্যা ৬ টায় খালেদা জিয়ার সার্বিক বিষয়ে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করবেন।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলো।