মানিক দাস // চাঁদপুর শহরের রহমতপুর কলোনীতে পাওনা টাকার জন্য কুহিনুর বেগম হত্যাকান্ডের পলাতক আসামী নাজমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ছিলো বলেও জানিয়েছে পুলিশ।
১ জানুয়ারি বুধবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
পুলিশ সূত্র বলেন, ২০১৫ সালের ৮ আগস্ট রহমতপুর কলোনিতে পাওনা টাকার জন্য কোহিনুর নামে এক নারীকে হত্যা করে আসামি নাজমা আক্তার নয়ন। এই ঘটনায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়। সেই মামলায় আদালত আসামি নাজমা আক্তার নয়নকে ৩০২/৩৪ পেনাল কোডে মৃত্যুদন্ডে দন্ডিত আদেশ দেয়। রায় ঘোষণার দীর্ঘ বছর পলাতক থাকার পর অবশেষে লক্ষ্মীপুর জেলা থেকে নয়নকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, লক্ষ্মীপুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ বছর পলাতক থাকার পর মৃত্যুদন্ডে দন্ডিত আসামী নাজমা আক্তার নয়নকে গ্রেফতার করা হয়েছে। নাজমা আক্তার নয়ন রহমতপুর আবাসিক এলাকার ভূইয়া বাড়ীর বাসিন্দা। এই ঘটনায় অপর আসামি ধেন্দা রফিককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামি নাজমা আক্তার নয়নকে আদালতে প্রেরণ করেছি।