শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে আশিকাটি ইউনিয়ন পর্যায়ের স্থানীয় অংশীজনদের নিয়ে প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিসিডিএ সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ নাজমুল আহসান, প্রকল্প কর্মকর্তা মো: আতিকুর রহমান, উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও প্যানেল আইনজীবী এডভোকেট ইয়াসিন ইকরাম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিয়াজী, আশিকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নাসির খান, আশিকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ বিল্লাল মাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, আশিকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম খান, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত মিজি, ছাত্রদলের সভাপতি মোঃ হৃদয় মাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, নাজমুল গাজী, সাংগঠনিক সম্পাদক রাসেল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য সিসিডিএ এর সিমস প্রকল্পটি অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন এর লক্ষ্য ও উদ্দেশ্যে চাঁদপুর জেলা ৬ টি উপজেলায় ৩৭টি ইউনিয়ন ও ৫ টি পৌরসভায় তাঁদের কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত পরিচালনা করে থাকবেন।