বিভিন্ন উৎসবকে ঘিরে যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, পহেলা বৈশাখে বিশেষ করে মুখোরিত হয়ে উঠে চাঁদপুরের তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেড। এবছর ও তার ব্যতিক্রম ঘটেনি। পবিত্র ঈদুল ফিতরের দিন থেকেই দর্শনার্থীদের পদাচরনায় মুখোরিত হয়ে উঠেছে এই পর্যটন এলাকা। আশপাশের জেলা ও চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে পর্যটকরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সীর আগমণ ঘটছে।
চাঁদপুর জেলায় প্রায় ২৮লাখ মানুষের বসাবস। কিন্তু উৎসবকে ঘিরে নিরাপদ এবং মনোরম পরিবেশে গড়ে উঠেনি কোন পর্যটন কেন্দ্র। বাণিজ্যিকভাবে ছোট খাট পার্ক তৈরী করা হলেও নিরাপত্তা এবং যাতায়াতের সুযোগ সুবিধা কম থাকায় ভ্রমন পিপাসুরা সব সময় পরিবার পরিজন নিয়ে ত্রি নদীর মোহনায় ছুটে আসে ।
ত্রি নদীর মোহনা এলাকা ঘুরে দেখাগেল, ঈদুল ফিতরের দীর্ঘ বন্ধের কারণে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে এসেছেন। চাঁদপুর জেলার পার্শ্ববর্তী জেলা কুমিল্লা, ফেণী, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে মানুষ বাস, মাইক্রো বাস, হাইসের পাশাপাশি ব্যাটারি চালিত সিএনজি স্কুটার ও অটোরিক্সা স্থানে ছুটি আছে। বিশেষ করে তিনটি নদীর মিলনস্থল, নদীর ঢেউ, পাক পাখালির ডাক ও বিকেলের অস্তমিত সূর্যের দৃশ্য প্রতিটি ভ্রমণ পিপাসুর দৃষ্টি আকর্ষণ করে। যে কারণে জেলার বাহিরের লোকজন এবারের ঈদে এখানে ছুটে এসেছেন।
এছাড়াও মাঝি-মাল্লাদের হাকডাক মিনি কক্সবাজার যাওয়ার জন্য। এখানে এসে ভ্রমন পিপাসুরা স্পীড বোট ও ইঞ্জিল চালিত নৌকা ভাড়া করে নদী ভ্রমন করে উপভোগ করছে। আবার অনেকেই ট্রলারে করে মেঘনার চরে ঘুরে বেড়াচ্ছেন। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীকে কেন্দ্র করে বড় স্টেশন বুলেটটি পর্যটকদের কাছে একটি বিশেষ স্থান হিসেবে গুরুত্ব পেয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা রায়হানের সাথে কথা হলে তিনি বলেন, এ বছরই আমরা প্রথম চাঁদপুরের স্থানটিতে এসেছি। আমরা সকালে মাইক্রোবাস ভাড়া করে পরিবারের সকল সদস্যদের নিয়ে এখানে এসেছি। বড় স্টেশন বুলেটটি আমাদের কাছে অনেকটাই আনন্দ উপভোগ করার মত বিনোদন দিয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে যখন নদীতে নৌকা ভ্রমণ করেছি তখন সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেছি।
নোয়াখালী থেকে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিমা আক্তারের সাথে কথা হলে তিনি জানান চাঁদপুরে আমি অনেকবার এসেছি। এই স্থানটি আমার সবচেয়ে প্রিয় স্থান। যার জন্য এবার ঈদের ছুটিতে আমরা পরিবারের সদস্যরা একটু বিনোদনের জন্য নদীর মোহনায় এসেছি। আমরা মিনি কক্সবাজার নামক শান্তিতে গিয়েছি, অনেক আনন্দ পেয়েছি। পদ্মা মেঘনা ঢেউ এসে এই বালুরচর থেকে আস্তে পড়ছে। এসব দৃশ্য দেখে আনন্দ পেয়েছি।