মানিক দাস ।। টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানি” এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চাঁদপুরে গণপ্রকৌশল দিবস’২২ ও আইডিইবির ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সম্মুখ থেকে র্যালিটি বের হয়ে পুনরায় ষোলঘর আইডইবির জেলা কার্যলয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায়
সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মেরিন একাডেমি অধ্যক্ষ ড. মোঃ প্রকৌশলী সাখাওয়াৎ আলী।
গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান,
আইইডিবির সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ বদর উদ্দিন মোল্লা, আইইডিবির প্রচার ও জনসংযোগ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও মেরিন একাডেমির শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।