চাঁদপুর শহরের শপথ চত্বর মোড়ে সমাবেশ করে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অঙ্গীকার পাদদেশে গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলন চাঁদপুর শহর শাখার সভাপতি মাওঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা সভাপতি হাফেজ মোঃ মাওঃ মাকসুদুর রহমান।
বক্তারা বলেন, প্রিয় জম্মভূমির বাংলাদেশে রমজান আসলে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি করে দেয়া হয়। এ সিন্ডিগেড ভেঙ্গে দেয়া হোক। প্রশাসনের নাকের ডগায় হোটেল রেস্তোঁরা খোলা রাখা হয়। জুলাই আগস্ট আন্দোলনে ফেসিস্টদের বিতারিত করা হয়েছে। রমজান হলো কোরআন নাজিলের মাস। ইসলামি আন্দোলন হলো কোরআন নাজিল প্রতিষ্ঠার দল। ফেসিস্টদের ও তাদের দোষরদের বাংলার মাটিতে ঠাঁই হবে না।
রমজান উপলক্ষে দেখা যায় দব্য মুল্যের দাম বৃদ্ধি করা হয়। কিন্তু খিস্ট্রানদের বড় দিনে মূল্য কম রাখানো হয়।আমাদের সানে রমজান আসন্ন। অসাধু কিছু ব্যবসায়ী আছে তারা ১১ মাস চুরি করে, আর ১ মাস অর্থাৎ রমজানে তারা ডাকাতি করে। হোটল রেস্তোরাঁ ব্যবসায়ীরা যদি ব্যবসা করেন তাহলে পুরো সাটার খুলে ব্যবসা করবেন। স্বল্প সাটার খুলে ব্যবসা করবেন না। রাসুল কে নিয়ে কিছু নাস্তিক কটুক্তি করছে। তাদেরকে আইনের আওয়তায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে অন্তবর্তি কালীন সরকারের কাছে দাবী জানান। রমজান মমিন মুসলমানের পবিত্র দিন। আমরা নিজেরা রোজা রাখবো, অন্যকে রোজা রাখার জন্য সুযোগ করে দেব। রোজার সময় নারীরা এলোমেলো ভাবে চলাফেরা থেকে বিরত থাকতে হবে।মুসলমানদের বাংলাদেশে কোনো দূর্নিতী, সন্ত্রাসবাদের ঠাই হবে না। আসুন চুরি, ডাকাতিন,দূর্নিতী বন্ধ করি। আল্লাহতালা বলেছে অন্যায় কাজকে প্রশ্রয় দিবে না। বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। রমজান মাসে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে দ্রব্য মূল্য বৃদ্ধি করে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। প্রশাসনেরকে উদ্দেশ্য করে বলেন, অন্তত এই রমজান মাসে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সঠিক ভাবে পালন করার আহবান। যাতে করে রোজাদার সাধারণ মানুষ সিয়াম পালন করতে পারে। হোটেল রেস্তোরাঁ মালিকদের রমজানের পবিত্রতা রক্ষায় বন্ধ রাখার আহবান জানান। অন্তবর্তীকালীন সরকারের নিকট আল্লাহ ও তার রাসূলের প্রতি কটুক্তিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি গাজী আবু হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসমিন রাশেদসানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ডা. বেলাল হোসেন প্রমুখ।