মানিক দাস ॥ চাঁদপুর জেলায় একদিনে নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৯ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায়ই ১৬ জন। ২ এপ্রিল শুক্রবার দিন শেষে রাতে এই রিপোর্ট পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, শুক্রবার চাঁদপুর জেলায় ১১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ১৯ জনের করোনা শনাক্ত হয়। এই ১৯ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায়ই ১৬ জন। বাকি তিন জন হচ্ছে মতলব উত্তর উপজেলায় ১ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১ জন ও হাজীগঞ্জ উপজেলায় ১ জন। এদিকে নতুন করে আক্রান্ত ১৯ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ২শ ২৯ জন।